একটি বোনের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন.

 একটি বোনের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন.



দয়া করে কেউ এড়িয়ে যাবেন না, সাহায্য না করতে পারলেও শেয়ার করে সমাজের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রহিল।


আইডিইবি'র সদস্য প্রকৌশলীর জীবন বাঁচাতে সকলেই এগিয়ে আসুন। আপনার সহযোগীতায় বেঁচে যেতে পারে মোছাঃ মোস্তারী রহমান সেতু'র জীবন !


আইডিইবি'র সদস্য প্রকৌশলী মোছাঃ মোস্তারী রহমান সেতু'র বোর্ড রোল ছিল -৯৭০২৩০, ২০০৮-২০০৯ সেশনে বগুড়া পলিটেকনিক থেকে পাওয়ার টেকনোলজি থেকে ২০১২ সালে পাশ করেছেন।


গত ২২/০৮/ ২০১৫ তারিখে একটি সড়ক দূর্ঘটনাজনিত কারনে তার একটি পা কেটে ফেলা হয়েছে। এরই কিছুদিন পর তার আহত সন্তানও মারা যায়। দেশে দীর্ঘদিন চিকিৎসার পরও তার অবস্থার অবনতি হওয়ায়, জীবন রক্ষার্থে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তার পরিবারের একার পক্ষে চিকিৎসার এই বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়।


এমতাবস্থায় নিরুপায় হয়ে সে আর্থিক সাহায্যের জন্য তার পলিটেকনিক ইন্সটিটিউট ও আইডিইবি'র মাধ্যমে সকল ডিপ্লোমা প্রকৌশলীদের কাছে আবেদন করেছেন।


বগুড়া পলিটেকনিকে অধ্যয়নরত ও প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীকে ও দেশের সকল ডিপ্লোমা প্রকৌশলীকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আমরা বিশেষ অনুরোধ করছি।


সাহায্য পাঠানোর ঠিকানা -

বিভাগীয় প্রধান, পাওয়ার টেকনোলজি, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট, বগুড়া। অথবা নিচের নম্বরে বিকাশ করা যাবে।


সেতুঃ 01759552258,

সোহেলঃ 01724007799

Comments