ছদ্দবেশী পুলিশ ধরা পড়লো এক অপরাধী.

আজ(24/02/20) অপরাহ্নে একটি গোপন সূত্রে খবর পেয়ে ওসি ঢোলাহাট অনিন্দ মূখার্জী সহ ঐ থানার অন্যান্য অফিসার এবং ফোর্স ছদ্মবেশে মিলন মোড়ে ওৎ পেতে থাকাকালীন টিক বিকাল পাচ টা নাগাদ এক সন্দেহ জনক ব্যাক্তি কে আটক করে এবং তাকে খানাতল্তালাসী করা কালীন তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে দূইটি একঘড়া আগ্নেয়াস্ত্র ও দশ টি তাজা কার্তূজ উদ্বার করেন।ধৃত আসামী জিঙ্গাসায় মসিয়ুউদ্দিন গায়েন ওরফে মসী,বয়স 25 ঠিকানা দঃরায়পূর নয় নং ভেড়ী বলে জানায়।
ধৃত আসামী কে আগামী কাল কাকদ্বীপ মহকূমা আদালতে দশ দিনের পুলিশ হেপাজৎের প্রার্থনা জানিয়ে পেশ করা হবে।

Comments