হিরো এভন সাইকেল নিয়ে গঙ্গা সাগরের মোহনা কপিলমুনি মন্দির থেকে দিল্লী দেরাদুন হয়ে যমুনেতীর দিকে রওনা দেব। এর পর গঙ্গোত্রীর দিকে যাবো।

গঙ্গা বাঁচাও  অভিযানের  লক্ষ্যে দূষণহীন হিরো  এভন সাইকেল  নিয়ে গঙ্গা সাগরের মোহনা কপিলমুনি মন্দির থেকে  5 ই অক্টোবর যাত্রা শুরু করেছি।  আগামীকাল 25 অক্টোবর দিল্লী  ছেড়ে  দেরাদুন হয়ে যমুনেতীর দিকে রওনা  দেব। এর পর গঙ্গোত্রীর দিকে  যাবো। গঙ্গা বাঁচাতে  গেলে দরকার  দূষণ কমানো ।  কয়লা, খনিজ তেলের পরিবর্তে সৌর শক্তি, বায়ু শক্তি  জল শক্তি  বেশি  করে ববহার  করতে হবে ।নদী তীরবর্তী  অঞ্চলে দুতহারে গাছ লাগাতে হবে । নদী তীরবর্তী অঞ্চলে বসবাস কারী মানুষ  যাতে শৌচাগার  ববহার করে  সেদিকে নজর রাখতে হবে ।কারণ বজপদাথ ,মল-মূত, শিল্প কারখানার নোংরা জল ,পলিথিন, রাসায়নিক সার  কীটনাশক  ইত্যাদি নদীতে গিয়ে মেশে ।ফলে নদীর জল দূষিত হচ্ছে, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে ।  নোংরা জল পরিসূত করে  নদীতে ফেলা  উচিত । তাহলে নদী দূষিত হবে না ।দূষণ যত কমবে গঙ্গোত্রীর বরফ তত বাড়বে । বৃষ্টি  যত বাড়বে  ভূগর্ভে  তত জল সঞ্চিত হবে । তাই আজ আমি  প্রচার অভিযানে বেরিয়েছি।




ধন্যবাদ আপনাকে দাদা 

Comments